ফেসবুকের কল্যাণে ভারসাম্যহীন ব্যক্তি ফিরলেন আপন ঘরে

আগের সংবাদ

কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার, মোটরসাইকেল ও গরু চুরির হিড়িক

পরের সংবাদ

তৃতীয় কন্যার বাবা হলেন রিজওয়ান

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ

তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। শুক্রবার (২৭ জানুয়ারি) পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের টুইটারে বেবি কাপ্তান নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে এই ঘোষণা দিয়েছে।

টুইটারে দেয়া পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন!খবর জিও নিউজের।

সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটার পোস্টে রিজওয়ান লেখেন, প্রিয় নবী মোহাম্মদ (স.) বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সঙ্গে থাকবেন।

খবরটি জানার পর থেকে ভক্ত ও অনুগামীরা মুলতান সুলতানের অধিনায়ককে তার মেয়ের জন্মে অভিনন্দন জানাতে শুরু করেন।

রিজওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বিপিএলে খেলার পর পিএসএলের অষ্টম আসরে মুলতান সুলতানদের হয়ে খেলবেন রিজওয়ান।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়