ইউক্রেনকে ট্যাংক সরবরাহের ঘোষণার পর নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি বলেছেন, ওয়াশিংটন আবারও সীমা অতিক্রম করছে।
শনিবার (২৮ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানায় বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি রাশিয়ার পক্ষে থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানি, কানাডা, যুক্তরাজ্যও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।
এর প্রেক্ষিতে এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।