×

খেলা

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ এএম

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

কোপা দেল রেতে আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ৩-১ গোলে জিতেছে ক্লাবটি। খবর স্পোর্টিং নিউজের।

এদিন প্রথম ৪৫ মিনিটে অপরিকল্পিত, হতাশাজনক ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। তবে আক্রমণাত্মক ছিল আতলেটিকো, ম্যাচের ১৯তম মিনিটে রিয়ালের রক্ষণকে ফাঁকি দিয়ে আলভারো মোরতার গোলে এগিয়ে যায় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত কোনো সুযোগকে কাজে লাগাতে পারেনি এ দুই দল।

বিরতির পর ছন্দে ফিরে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভালভেরদের বদলি নেমে ম্যাচের ৭৯ তম মিনিটে দারুণ গোলটি করেন রদ্রিগো। মদ্রিচের পাস ধরে অসাধারণ ড্রিবলে দুজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের আরও দুজনের চ্যালেঞ্জ এড়িয়ে পোস্ট ঘেঁষে গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ের নবম মিনিটে বড় ধাক্কাটা খায় আতলেটিকো। কামাভিঙ্গাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্তেফান সাভিচ।

একজন কমে যাওয়ায় রক্ষণাত্মক হয়ে পড়ে আতলেটিকো। কিন্তু পাঁচ মিনিট পর গোল খেয়ে বসে তারা। ডান দিক থেকে মার্কো আসেনসিওর পাস বক্সের মাঝামাঝি পেয়ে শট নিতে পারেননি ভিনিসিউস, তার পায়ে লেগে বল চলে যায় বেনজেমার কাছে। অরক্ষিত ফরাসি ফরোয়ার্ড কোনাকুনি শটে খুঁজে নেন ঠিকানা। ১১০তম মিনিটে নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কদিন আগে বার্সেলোনা থেকে আতলেতিকোয় আসা মেমফিস ডিপাই। কর্নার থেকে আসা বল গোলমুখে পেয়ে দুর্বল শট নেন তিনি, বল জমে যায় কোর্তোয়ার গ্লাভসে।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আরেকটি একক নৈপুণ্যের গোলের দেখা মেলে। দানি সেবাইয়োসের পাস পেয়ে ডি-বক্সের লাইন ধরে আড়াআড়ি ছুটে এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে নিচু শটে জয় নিশ্চিত করেন ভিনিসিউস।

সেমিফাইনালে ওঠা অন্য তিন দল হলো- বার্সেলোনা, আথলেতিক বিলবাও ও ওসাসুনা। আগামী ৩০ জানুয়ারি ড্রয়ে নির্ধারিত হবে, ফাইনালে ওঠার লড়াইয়ে কে, কার মুখোমুখি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App