×

জাতীয়

বিএনপির দম একেবারেই ফুরিয়ে গেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

বিএনপির দম একেবারেই ফুরিয়ে গেছে

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘অধিক শীতে যেমন পাখিরা যবুথবু হয়ে যায়, বিএনপির আন্দোললের অবস্থাও তাই। তাদের দম একেবারেই ফুরিয়ে গেছে। এই কারণে কয়েক দিন বিরতি দিয়ে নীরব পদযাত্রার মতো একেকটা কর্মসূচি দিচ্ছেন।’

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহীর পবা-মোহনপুরের এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার

তথ্যমন্ত্রী বলেন, গাড়ি যখন পুরোনো হয়ে যায় তখন ওটা চলে না। তখন কয়দিন পর পর ওটাকে স্টার্ট দিতে হয়। বিএনপি কয়েকদিন পর পর কর্মসূচি হচ্ছে ওই পুরোনো গাড়ির স্টার্ট দেওয়ার মতো। জনসভায় প্রধানমন্ত্রী রাজশাহী অঞ্চলের বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করবেন। মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক বাইরে অবস্থান করবে। পুরো শহরজুড়েই সেদিন জনসভা হবে। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App