×

সারাদেশ

বিএনপির কার্যালয়ে ছাত্রদলের অগ্নিসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএম

বিএনপির কার্যালয়ে ছাত্রদলের অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রদলের ব্যনারে একদল যুবক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়িতে (বিএনপির অস্থায়ী কার্যালয়) এ হামলার ঘটনা ঘটে।

এর আগে বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জনৈক আইনজীবী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী জেলা ছাত্রদলের ব্যানারে ২০ থেকে ২৫ জন যুবক শহরের চিনিশপুর গ্যাস অফিসের সামন থেকে মশাল নিয়ে একটি মিছিল বের করেন। তারা মিছিলে স্লোগান দিতে থাকেন ‘ছাত্রদলের নবগঠিত কমিটি মানি না, মানব না, আমরা জিয়ার সৈনিক।’ মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবির খোকনের বাসভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা। এসময় তারা দেয়ালে-গাছে সাটানো ছাত্রদলের নতুন কমিটির বিভিন্ন ব্যানার ভাঙচুর করে এবং বাসভবনের নিচতলায় বিএনপির কার্যালয়ের জানালার কাচ ভেঙে অগ্নিসংযোগ করে মিছিল করতে করতে চলে যান।

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিএনপির কার্যালয়ের অফিস কক্ষের জানালা, কাচ ও চেয়ারসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি আগুনে পুড়ে যায়।

খায়রুল কবীর খোকনের বাসভবন দেখভালের দায়িত্বে থাকা কাজল মিয়া বলেন, ‘২০ থেকে ২৫ জনের একদল যুবক মশাল মিছিল নিয়ে বাসভবনের মেইন গেইট ভেঙে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমি ভয়ে লুকিয়ে ছিলাম।’

নরসিংদী ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো হয়েছে। বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।’

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেন, ‘বাসভবন হলো মানুষের নিরাপদ আশ্রয়, সেখানে যদি এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেটি আতঙ্কিত হওয়ার মত ঘটনা। বৃহস্পতিবার বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর কমিটিতে পদ না পেয়ে পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ধারণা করা হচ্ছে এ কারণেই এ অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘কে বা কারা মশাল মিছিল নিয়ে গিয়ে বাসভবনের নিচতলায় অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App