‘কুকুরের ছোড়া গুলিতে’ একজনের মৃত্যু

আগের সংবাদ

‘বাবার অপরাধে’ বিপাকে জকোভিচ!

পরের সংবাদ

শীতের সবজি কমেছে, কমেনি দাম

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:৪৬ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ

দেশের বাজারে বেড়েছে সবজি ও ডিমের দাম। কিছুটা কমেছে আটার দাম। শীতের শেষদিকে এসে সবজির যোগান কাঁচাবাজারে কমে যাচ্ছে। এছাড়া, চিনির দাম ১ ফেব্রুয়ারি থেকে বাড়ার কথা থাকলেও দুইদিন আগে থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর কয়েকটি বাজার সরে জমিনে ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বাজারে শীতকালীন সবজির টান পড়ায় দাম বেড়েছে।

আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৫০ টাকায়। মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চালকুমড়া পিস ৫০-৬০ টাকা। লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। শিম ৪০ টাকা, ঢ্যাঁড়স ১২০ টাকা, করলা ১০০-১২০ টাকা ও প্রতি কেজি আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, বরবটি ১২০ টাকা কেজি, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙ্গা ৯০-১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৭০-৮০, ধুন্দুল ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, ধনিয়া পাতা ১২০ টাকা ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বেশিরভাগ পণ্যের দর ঊর্ধ্বমুখী হলেও কিছুটা কমেছে আটার দাম। খোলা আটার বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, প্যাকেটের কেজি ৬৫ টাকা। দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

এদিকে, বাজারে সয়াবিন তেল লিটার প্রতি ১৮৭ টাকা, লবণ ৩৮-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার বাজারে দাম অনেকটা গত সপ্তাহের বাজারের মতোই।

মাংসের বাজারে গরুর কেজি ৬৮০-৭০০ টাকা, খাসির মাংস কেজিতে ৯০০-১০০০ টাকা। এছাড়া, আগের দামেই রয়েছে মুরগি অর্থাৎ ব্রয়লারের কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৪০-২৬০ টাকা ও লেয়ার মুরগি কেজিতে বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়