ডুমুরিয়ায় সেতু নির্মাণে ২০ গ্রামের মানুষের স্বপ্ন পূরণ

আগের সংবাদ

রাজশাহীর জনসভা উত্তাল জনসমুদ্রে পরিণত হবে

পরের সংবাদ

রংপুরকে ৯২ রানের টার্গেট দিলো সিলেট

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ৪:৪৯ অপরাহ্ণ

বিপিএলের সিলেট পর্বের খেলায় দিনের প্রথম ম্যাচে রংপুরকে ৯২ রানের টার্গেট দিয়েছে মাশরাফির সিলেট। ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। প্রথম ওভারেই ২ রান করে আজমত উল্লাহর বলে আউট হন ওপেনার টম মুরস। পরের ওভারে মেহেদীর বলে ৯ রান করে আউট হন শান্ত।

পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন আরও দুই উইকেট। তৌহিদ হৃদয় এবং মুশফিকুর রহিম দুইজনকে শূন্য রানে ফেরান তিনি। পরের ওভারে রানের খাতা খোলার আগেই জাকির হাসানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন শেখ মেহেদী। থিসারা ৩ এবং ইমাদ ওয়াসিম ১ রান করে ফেরেন। এক পর্যায়ে ১৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে সিলেট।

এরপর মাশরাফি ও তানজিম জুটিতে ৪৮ রান যোগ করে সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ায় দলটি। মাশরাফি ২ ছয়ে ২১ বলে ২১ রান করে ফিরলে ভাঙে জুটিটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার থেকে ৯ উইকেটে ৯২ রান তুলতে পারে সিলেট।

রংপুরের পক্ষে এদিন আজমতউল্লাহ এবং হাসান মাহমুদ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী ২টি এবং হারিস রউফ ১ উইকেট শিকার করেন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়