এবার ইউক্রেনে ট্যাংক পাঠাবে কানাডা

আগের সংবাদ

দূষিত শহরের তালিকায় টানা ৭ দিন শীর্ষে ঢাকা

পরের সংবাদ

মিশরে সোনায় মোড়ানো মমির সন্ধান

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১:১৫ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১:১৫ অপরাহ্ণ

একটি কফিনের ভেতর সোনায় মোড়ানো মানুষের মমির সন্ধান পেয়েছেন মিশরের প্রত্নতাত্ত্বিকরা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির প্রাচীন এক সমাধি এলাকায় কফিনটি খুঁজে পাওয়া গেছে। কফিনটি চার হাজার ৩০০ বছর পর প্রথমবারের মতো খোলা হয়েছে। খবর বিবিসির।

যে ব্যক্তির মমি উদ্ধার হয়েছে, তার নাম হেকাশেপেস। ধারণা করা হচ্ছে, মিশরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে, তার মধ্যে এই মমি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ।

কায়রোর দক্ষিণাঞ্চলের সাকারা সমাধিক্ষেত্রের একটি কবরে মমিবাহী কফিনটি খুঁজে পাওয়া যায়। এছাড়া, প্রাচীন এই সমাধিস্থলে বৃহস্পতিবার আরো তিনটি কবরে মমি পাওয়া গেছে। প্রাচীন এই সমাধিস্থলে সবচেয়ে বড় যে মমি পাওয়া গেছে, তা খুনুমদজেদেফ নামের এক পুরোহিতের।

আরেকটি মমি মেরি নামের এক ব্যক্তির। রাজপ্রাসাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন তিনি। তার উপাধি ছিল ‘সিক্রেট কিপার’ (গোপনীয় তথ্য সংরক্ষক)। এই উপাধির কারণে বিশেষ ধর্মীয় আচারগুলো পরিচালনা করতে পারতেন তিনি।

ধারণা করা হচ্ছে, অপর কবরটিতে ফেতেক নামের এক বিচারপতি ও লেখককে সমাহিত করা হয়েছিল। ওই কবরে একটি ভাস্কর্যও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই সমাধি এলাকায় পাওয়া সবচেয়ে বড় ভাস্কর্য এটি।

এসব কবরে মৃৎপাত্রসহ আরো বিভিন্ন জিনিস পাওয়া গেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়