‘বাবার অপরাধে’ বিপাকে জকোভিচ!

আগের সংবাদ

ভোটের আগে মিয়ানমারের জান্তার কঠিন নির্বাচনী আইন

পরের সংবাদ

পাকিস্তানে এক ডলারের দাম ২৫৫ রুপি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ১২:৫৯ অপরাহ্ণ

ডলারের বিপরীতে ধসেছে পাকিস্তানি রুপির মান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটিতে প্রতি ডলার ২৫৫ রুপিতে বিক্রি হচ্ছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৪ রুপি বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে ডলারের বিনিময় হারে নিয়ন্ত্রণ উঠিয়ে নিয়েছে পাকিস্তান সরকার। এতে পাকিস্তানের মুদ্রার মানে ধস নামে। খবর এনডিটিভির।

পাকিস্তানের বর্তমান সরকার দেশটির অর্থনীতি বাঁচাতে গত বছর আইএমএফের কাছে ৬৫০ কোটি ডলারের জরুরি ঋণ সহায়তার আবেদন করেছিল। ওই আবেদন পর্যালোচনা শেষে দেশটিকে ১১০ কোটি ডলার ঋণ দেয়ার কথা থাকলেও এখনো আন্তর্জাতিক মুদ্রা তহবিল সেই অর্থ ছাড়েনি।

এই অর্থ ছাড়াও পুরো ঋণ সহায়তা পেতে দেশটির সরকারকে কিছু শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

পাকিস্তানের বর্তমান রিজার্ভ ৬০০ কোটি ডলারের কম, যা গত আট বছরে সর্বনিম্ন। এছাড়া, দেশটিতে গত বছরের ভয়াবহ বন্যার পর মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে। দেশটিতে বন্যায় ৩০০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

ভয়াবহ অর্থ সংকটে থাকা দেশটিতে দুইদিন আগে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়