হেলাল উদ্দিন স্মরণে কাপ্তাইয়ে গণমাধ্যম কর্মীদের শোকসভা

আগের সংবাদ

২ লাখ কোটি রুপি খোয়ালেন আদানি

পরের সংবাদ

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত ২ শিশু

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ৮:৪১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ৮:৪৯ অপরাহ্ণ

রাজধানীর কামরাঙ্গীরচরে খেলতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা হলো- মো. লামিয়া (২) ও আব্দুর রহমান (৯)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের নাম আবদুর রহিম (৯) ও লামিয়া (৬)। রহিমের বাবার নাম রোমান মিয়া ও সোনিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুই পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের থাকতো। সন্ধ্যার দিকে ভবনের ছাদে অন্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল। ছাদের রেলিং ছিল না। হঠাৎ তারা দুজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাতে কামরাঙ্গীরচর থানার ওসি (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, ৫ তলা ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন হয়। খেলতে গিয়ে তারা ২জন ছাদ থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখতে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়