গাজায় দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধারা রকেট নিক্ষেপ করার পর শুক্রবার (২৭ জানুয়ারি) ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে রকেট হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।
এর আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর এসেছে। আন্তঃসীমান্ত সংকট নিয়ে বহু বছর ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে এটি একটি বড় ঘটনা। খবর দ্য স্টেটসম্যানের।
আরো পড়ুন: ফিলিস্তিনিদের ওপর হামলা: অগ্নিগর্ভ পরিস্থিতির আশঙ্কা
গাজা সীমান্তের কাছে ইসরায়েলিদের সতর্ক করার জন্য রকেট হামলার সাইরেন বাজানো হয়েছিল বলে জানা গেছে। ওই সময় বাসিন্দাদের অন্যত্র আশ্রয় নিতে বলা হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।