জাতিসংঘ পরমাণু বিষয়ক পর্যবেক্ষকরা বলেছেন, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের কাছে এবং প্লানের কাছে নিরাপত্তা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি।
তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি নিছক গুজব। তারা বলেন, মস্কো সব সময়ই পরমাণু নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আসছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, জাপোরিজঝিয়ার বিদ্যুৎকেন্দ্রটি রুশ বাহিনী মার্চের শুরুর দিকে দখলে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য রাশিয়া-ইউক্রেন একে অন্যকে দায়ী করে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।