ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপির সংসদ সদস্যরা

আগের সংবাদ

নতুন বই নিয়ে অপপ্রচার চলছে

পরের সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী

আর একজন রোহিঙ্গাও প্রবেশ নয়

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ , ৭:৪৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৩ , ৭:৪৮ অপরাহ্ণ

মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্ত দিয়ে আর একজন রোহিঙ্গাও প্রবেশ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে, তাদেরও বের করে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-৩ ইউনিট উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন।

ড. মোমেন বলেন, সরকার সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ-৩ ইউনিট এ অঞ্চলের মানুষের বিশেষ করে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে মূল্যবান অবদান রাখবে।

এই হাসপতালের চাপ কমাতে ও সিলেটবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওসমানীর দ্বিতীয় শাখার কাজ দ্রুত শুরুর তাগিদ দেন মন্ত্রী। এ জন্য তিনি জমি অধিগ্রহণের কাজ শুরুর নির্দেশনা দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলের ‍দ্বিতীয় শাখা চালু সিলেটের মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি জীবনও অনেক সুরক্ষিত হবে।

ওই সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ওসমানী হাসপাতালের পরিচালকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়