ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক

আগের সংবাদ

বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি শিরীন শারমিন?

পরের সংবাদ

সরস্বতি পূজা: বাঙালি সাজে রানি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১১:৩৪ অপরাহ্ণ

মা সরস্বতির আরাধনার দিনে ঢাকাই জামদানি পরে বাঙালি সাবেকি সাজে নতুন ছবির ফার্স্ট লুকে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়।

সরস্বতি পূজা উপলক্ষে প্রযোজনা সংস্থা প্রকাশ্যে এনেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির লুক। এরই মধ্যে এই ছবির লুক ব্যাপক চর্চিত হয়েছে। আদ্যোপান্ত বাঙালি বৌমা সেজেছেন রানি মুখোপাধ্যায়, ঢাকাই জামদানি শাড়ি, কানের পাশে ফুল শুধু তাই নয় হাতে শাঁখা পলা সবই রয়েছে। সঙ্গে দুই খুদে। সম্ভবত, ছবিতে তার সন্তানের ভূমিকায় অভিনয় করছেন এই দুই পুঁচকে সদস্য। খবর এনডিটিভির।

ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে সেলফি তুলছেন রানি। জানা যাচ্ছে, একজন মায়ের লড়াইকে পর্দায় ফুটিয়ে তুলবে এই গল্প। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার এবং নিজের সন্তানদের রক্ষা করার জন্য একজন মা ঠিক কী কী করতে পারে, তাই দেখানো হবে এই ছবিতে।

ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘একটা অসাধারণ গল্প। যা প্রত্যেকটা মায়ের গল্প বলবে। আমি সব মায়েদের এই ছবি উৎসর্গ করতে চাই। চিত্রনাট্য শোনার পরেই এই ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি’।

উল্লেখ্য, আগামী ১৭ মার্চ রিলিজ করতে চলেছে এই ছবি। এতে রানির বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়