পদ্মশ্রী পেলেন রাভিনা ট্যান্ডন

আগের সংবাদ

পিএসজির সঙ্গে চুক্তি বাড়াবেন না মেসি!

পরের সংবাদ

ভারতের আটকা পড়লো বাংলাদেশি জাহাজ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ২:৪৪ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ২:৪৪ অপরাহ্ণ

ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফলতার কাটাখালি এলাকায় হুগলি নদীর চরে একটি বাংলাদেশি জাহাজ আটকা পড়েছে বলে জানা যায়।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ‘এম ভি এস মাইতি’ নামে পণ্যবাহী ওই জাহাজটি ব্যান্ডেল থেকে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় হুগলি নদীর চরে আটকে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হুগলি নদীর নাব্যতা কমে যাওয়ায় জাহাজটি চরে আটকে গেছে।

এদিকে বাংলাদেশি জাহাজ হুগলি নদীর চরে আটকে যাওয়ার খবর পেয়ে ফলতার কাটাখালি এলাকায় ভিড় করছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাল্টা থানার পুলিশ।

জাহাজে থাকা সব কর্মী সুরক্ষিত রয়েছেন এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। হুগলি নদীতে জোয়ার এলে জাহাজটি আবারও বাংলাদেশের উদ্দেশে রওনা হবে।

হুগলি নদীতে পণ্যবাহী জাহাজ আটকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। হুগলি নদীর নাব্যতা কমছে প্রতিনিয়ত। এ কারণে হরহামেশাই নদীটি দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজ চরে আটকে পড়ার ঘটনা ঘটছে।

স্থানীয় জেলা প্রশাসন বলছে, হুগলি নদীর যেসব জায়গায় নাব্যতা কমে গেছে, সে জায়গাগুলোতে ড্রেজিংয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়