আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।
এর আগেই তিনি আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। এবার তিন ফরম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও জিতে নিলেন পাক অধিনায়ক।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইসিসি ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ঘোষণা করে। বর্ষসেরা ক্রিকেটার হতে বেন স্টোকস, সিকান্দার রাজা, টিম সাউদির মতো তারকাদের পেছনে ফেলতে হয়েছে বাবর আজম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।