বায়ু দূষণে শ্বাসতন্ত্রের রোগী দেড়গুণ বেড়েছে

আগের সংবাদ

সরস্বতি পূজা: বাঙালি সাজে রানি

পরের সংবাদ

ঝিনাইদহে ৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৩ , ১১:২০ অপরাহ্ণ

ঝিনাইদহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে আটক করা হয় তাদের। আটককৃত রোহিঙ্গারা হলেন- মুসলিম, সেকুতারা, দিলারা ও লিচুয়ারা। কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের বাসিন্দা তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের রোহিঙ্গা শরণার্থী হিসেবে জানিয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী ‘সেন্ট মার্টিন’ নামক বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে ওই বাসটির গতিরোধ করে দুপুরে সন্দেহভাজন তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়