×

খেলা

মেয়েদের আইপিএলে কলকাতা নেই, চূড়ান্ত ৫ দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৩ পিএম

মেয়েদের আইপিএলে কলকাতা নেই, চূড়ান্ত ৫ দল

ছবি: সংগৃহীত

মেয়েদের আইপিএলের জন্য পাঁচ দলের মালিক নিশ্চিত হয়ে গেছে বুধবার (২৫ জানুয়ারি)। টুর্নামেন্টে কোন কোন দল খেলবে বিসিসিআই তা নিশ্চিত করেছে। সেই তালিকায় যদিও কলকাতা নেই। আবেদন করলেও দল পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আহমদাবাদ শহর থেকে। ১২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। ৯১২ কোটি ৯৯ লাখ টাকায় মুম্বাই দলকে কিনে নিয়েছে তারা। খবর স্পোর্টস্টার, উইসডেনের।

আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল কিনেছে ৯০১ কোটি টাকায়। বেঙ্গালুরু থেকে খেলবে তারা। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। তারা কিনেছে ৭৫৭ কোটি টাকায়।

জয় শাহ টুইট করে লেখেন, ‘মেয়েদের প্রতিযোগিতার নাম উইমেন্স প্রিমিয়ার লিগ রাখা হলো। নতুন যাত্রা শুরু হলো। শুধু মেয়েদের ক্রিকেট নয়, পুরো ক্রীড়াজগৎ বদলে দেবে মেয়েদের এই ক্রিকেট প্রতিযোগিতা’।

চলতি বছরের ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নারীদের প্রথম আইপিএল হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App