×

সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেলেন ফারুক মাহমুদ ও তারেক সুজাত। ছবি: ভোরের কাগজ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

প্রবন্ধ/গবেষণা- মাসুদুজ্জামান ও কথা সাহিত্য-পারভেজ হোসেন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

নাটকে-ফরিদ আহমেদ দুলাল ও শিশুসাহিত্যে-ধ্রুব এষ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

অনুবাদে-আলম খোরশেদ ও নাটকে-মিলন কান্তি দে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা -মুহাম্মদ শামসুল হক ও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৫ জন

বিজ্ঞান, কল্পবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমি নির্বাহী পরিষদ তালিকাটির অনুমোদন দিয়েছে।

[caption id="attachment_401440" align="aligncenter" width="1390"] প্রবন্ধ/গবেষণায়- মাসুদুজ্জামান ও কথা সাহিত্যে-পারভেজ হোসেন[/caption]

বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, আগামী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন।

[caption id="attachment_401443" align="aligncenter" width="1383"] নাটকে-ফরিদ আহমেদ দুলাল ও শিশুসাহিত্যে-ধ্রুব এষ[/caption] [caption id="attachment_401447" align="aligncenter" width="1606"] বিজ্ঞান, কল্পবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন[/caption]

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ প্রাপ্তরা হলেন- কবিতায় ফারুক মাহমুদ, তারিক সুজাত, কথাসাহিত্যে- তাপস মজুমদার, পারভেজ হোসেন, প্রবন্ধ গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান, কল্পবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান- মোকারম হোসেন, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল।

[caption id="attachment_401444" align="aligncenter" width="1384"] অনুবাদে-আলম খোরশেদ ও নাটকে-মিলন কান্তি দে[/caption]

১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের ১০টি শাখায় পুরস্কার প্রদান করছে বাংলা একাডেমি।

[caption id="attachment_401446" align="aligncenter" width="1390"]
মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা -মুহাম্মদ শামসুল হক ও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়[/caption]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App