×

সারাদেশ

নেত্রকোণায় ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

নেত্রকোণায় ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারি আটক

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণা জেলার সদর উপজেলায় ২,৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার রাজুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন রাজুর বাজার এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। তল্লাশিকালে পিকআপের ভেতরে থাকা সন্দেহভাজন ২ জনকে আটক ও ২,৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ পিকআপটি জব্দ করে র‌্যাব।

আটককৃত মুনকির মিয়া (২৭) ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার পরীশাগাটি গ্রামের আবুল কাশেমের ছেলে এবং গোবিন্দ (৩২) নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের গৌরাঙ্গের ছেলে।

আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিলো।

র‌্যাব ১৪ ময়মনসিংহ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য আমদানির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামিদের নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App