×

আন্তর্জাতিক

ইউক্রেনে মার্কিন ট্যাংক নিয়ে পেসকভের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

ইউক্রেনে মার্কিন ট্যাংক নিয়ে পেসকভের হুঁশিয়ারি

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: মস্কো টাইমস

যুক্তরাষ্ট্র ইউক্রেনে আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠালে তা পুড়িয়ে দেয়া হবে। এছাড়া প্রস্তাবিত চালান বাতিল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তিনি বলেন, আব্রামস ট্যাংক চালানের বিষয়টি নিশ্চিত করা না হলে, তা ‘শুধু অর্থের অপচয় ছাড়া কিছু হবে না’।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিমিত্রি পেসকভের এই হুঁশিয়ারির পর মার্কিন কর্মকর্তারা বলেন, আগের অবস্থান পাল্টে ওয়াশিংটন কর্তৃপক্ষ ৩০টি আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠাবে। খবর মস্কো টাইমসের।

আরো পড়ুন: ইউক্রেনে ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র-জার্মানি

ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমি নিশ্চিত যে অনেক বিশ্লেষক এই ধারণাকে অযৌক্তিক বলে মনে করেন। পরিকল্পনাটি প্রযুক্তির দিক থেকে ‘বিপর্যয় ডেকে আনতে পারে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App