নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পাল্টা সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। তবে ছাত্রলীগের নেতারা বলছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস স্মরণে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।