ফিলিপাইনের বাতান প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালের দিকে উড্ডয়নের ৪০ মিনিট পর রাজধানী ম্যানিলার পশ্চিমের বাতান প্রদেশের ধানক্ষেতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
এতে এসএফ০২৬০ টিপি মার্চেত্তি নামের বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এ দুর্ঘটনার পর ফিলিপাইনের সামরিক বাহিনীর এসএফ-২৬০ টিপি প্রশিক্ষণ বিমান বহরের সব বিমান সাময়িকভাবে গ্রাউন্ড করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।