ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন দেয়া হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সোয়াট টিম) সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবি তেজগাঁও বিভাগে, ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে (সংযুক্ত)।
এছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীমকে ডিএমপির ওয়ারী জোনে এবং ডিএমপির অপারেশন্স বিভাগের (অপারেশন্স-২) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।