ছাগলনাইয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়’র নতুন দুটি ভবন উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের সিংহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সাবেক চেয়ারম্যান আজিজুল হক মানিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) কাজী মো. রফিক আহমেদ, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক আলাউদ্দিন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুজ্জামান মোল্লা, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর ভূইয়া রনি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ভূইয়া, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া রিপন প্রমুখ।
একই দিন দুপুরে উপজেলার পশ্চিম মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।