×

আন্তর্জাতিক

ফের রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পুতিন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ১১:৫৭ এএম

ফের রুশ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পুতিন?

ভ্লাদিমির পুতিন

২০২৪ সালের মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বারও প্রার্থী হবেন কিনা সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খবর- দ্য মস্কো টাইমসের।

স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ সম্পর্কে কথা বলার সময় এখনো আসেনি।

দিমিত্রি পেসকভ বলেন, এ নিয়ে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির তরফে কোনো সিদ্ধান্ত আসেনি।

২০২১ সালে পুতিন এমন একটি আইনে স্বাক্ষর করেন যার ভিত্তিতে জীবদ্দশায় আরও দুবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন তিনি।

সে ক্ষেত্রে ২০৩৬ সাল পর্যন্ত ক্রেমলিনের নিয়ন্ত্রণ ধরে রাখার সুযোগ পাবেন গোয়েন্দা বিভাগ থেকে উঠে আসা ঝানু এ রাজনীতিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App