×

আন্তর্জাতিক

নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল দিল্লিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

নেপালে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে হতাহতের পূর্ণচিত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে কিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পটি তার উৎপত্তিস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি হয়ে ছিলো নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা জুমলায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ২৫ কিলোমিটার গভীর উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। কিন্তু ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেইসমোলজির (এনসিএস) তথ্যমতে ভূমিকম্পটি ৫ দশমিক ৮ মাত্রার ছিলো।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জুমলা জেলার পার্শ্ববর্তী বেজুরা জেলার বাসিন্দা নিয়ান রাওয়াল বলেন, ‘সব কিছু থর থর করে কাঁপছিল। সবাই বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’

নেপালে মাঝে মধ্যেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে দেশিটিতে প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App