বিপিএলে আজ মুখোমুখি বরিশাল-সিলেট

আগের সংবাদ

মাকে হত্যায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

পরের সংবাদ

মগবাজারে বিকট বিস্ফোরণ, আহত ৪

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ , ১:০৮ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩ , ২:৫৯ অপরাহ্ণ

রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে ওষুধের দোকানের সামনে ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত বিকট শব্দে কেপে উঠে রাজধানীর মগবাজার। এ ঘটনায় আহত হযেছেন এক প্রকৌশলীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে উজ্জল হোটেলের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন- সাইফুল ইসলাম (৩৬), তারেক (২০), সাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। এদের মধ্যে সাইফুল গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, বিস্ফোরণে ফাস্ট ফার্মা নামে একটি ওষুধের দোকানের গ্লাস ভেঙে পথচারীরা আহত হয়েছেন।

আহত সাইফুল জানান, তার বাসা সবুজবাগ বাসাবোতে। মগবাজারে অগ্রণী অ্যাপার্টমেন্টের প্রকৌশলীর দায়িত্ব রয়েছেন তিনি। অফিসের উদ্দেশ্যে সকালে বাসে করে বাসা থেকে মগবাজার ওয়্যারলেস গেটে যান। সেখানে উজ্জ্বল হোটেলের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। তখন তিনি রাস্তায় পড়ে যান। পরে তার শরীর থেকে রক্ত ঝরতে দেখেন।

আহত শাহীন জানান, তারা ওয়্যারলেস গেটে ডিপিডিসির লেবার হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছে। ওই ড্রামের ভেতরে কি ছিল সেটা এখনো জানা যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় আরও আহত আছে কিনা সেটাও এখনো জানা যায়নি।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়