পাঠ্যবইয়ে ভুল নাকি সিদ্ধান্ত উপেক্ষা, জানতে দুই তদন্ত কমিটি

আগের সংবাদ

সরবরাহকারীদের সাথে অংশীদারিত্ব বাড়াতে প্রাইমার্কের প্রতি আহবান

পরের সংবাদ

বায়ু নিঃসরণ কমাতে বিল গেটসের বিনিয়োগ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৩ , ৫:৪২ অপরাহ্ণ

গরু, ছাগল ও হরিণের মতো গবাদিপশুর ক্ষতিকর মিথেন গ্যাসের নির্গমন হ্রাস ও জলবায়ু পরিবর্তনরোধী খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করা অস্ট্রেলিয়ান একটি জলবায়ু প্রযুক্তি স্টার্টআপে বিনিয়োগ করেছেন বিল গেটস।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গৃহপালিত প্রাণীর পাকস্থলীর খাদ্য হজমের জন্য ঘাসের মতো ফাইবার ভেঙে মিথেন তৈরি করে। গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি এই মিথেন গ্যাস বেশিরভাগ সময় পুনরায় তাদের শরীর থেকে নিঃসরিত হয় যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তবে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, গরুকে সামুদ্রিক শৈবাল খাওয়ালে গরুর শরীর থেকে মিথেন নির্গমন উল্লেখযোগ্যভাবে কমে যায়। রুমিন-৮ নামে স্টার্ট-আপ প্রতিষ্ঠান এসব প্রাণির সম্পূরক খাদ্যতালিকা নিয়ে কাজ করছে। কৃত্রিমভাবে তাদের তৈরি লাল সামুদ্রিক শৈবাল খাওয়ানোর মাধ্যমে গরুর শরীর থেকে মিথেন গ্যাস নিঃসরণের মাত্রা কমে গেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এক বিবৃতিতে রুমিন-৮ ঘোষণা করে, ২০১৫ সালে বিল গেটসের প্রতিষ্ঠিত একটি বিনিয়োগ সংস্থার মাধ্যমে তারা ১২৭ কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করেছে। “ব্রেকথ্রু এনার্জি ভেঞ্চারস” নামের ওই বিনিয়োগ সংস্থাটিতে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস ও আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মাও যুক্ত রয়েছেন। এ ছাড়া মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা মাংস উৎপাদনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে আগে থেকেই সরব ভূমিকা পালন করছেন।

রুমিন৮ এর ব্যবস্থাপনা পরিচালক ডেভিড মেসিনা বলেন, প্রাণি দেহ থেকে মিথেন নির্গমন রোধ প্রকল্পে আমাদের অর্থের প্রয়োজন ছিল। মিথেন গ্যাসের নির্গমন রোধ প্রকল্পে অর্থায়ন পেয়ে আমরা খুশি। এখন সবাই আমাদের প্রযুক্তির সুবিধা দেখতে পাবেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়