হবিগঞ্জের মাধবপুরে জুয়েল মিয়া নামে এক যুবক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে পুলিশ পৌর শহরের কাচারি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জুয়েল মিয়া কাচারি এলাকার আইয়ুব আলীর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জুয়েল মিয়া ব্যাটারি চালিত অটোরিকশা চালক। সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।