চট্টগ্রামের ফটিকছড়িতে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে মোরশেদ নামে এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বাল্য বিয়ের খবর পেয়ে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।
এ সময় বাল্য বিয়ে প্রমানিত হওয়ায় স্থানীয় খায়রুল বশরের ছেলে মো. মোরশেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি কনে মারিয়া আক্তার সাথীকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, বেআইনিভাবে বিবাহবন্ধন এবং এর স্বপক্ষে নিকাহনামা ও হলফনামা তৈরি করে জালিয়াতির আশ্রয় গ্রহণ করায় বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।