×

বিনোদন

যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৩:৪১ পিএম

যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল

রাকুল প্রীত সিং। ছবি: সংগৃহীত

যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল
যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল
যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল
যৌনতাকে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন রাকুল

জি ফাইভে মুক্তি পেয়েছে রাকুল প্রীত সিং অভিনীত সিনেমা ছত্রীওয়ালি। যৌনতাকে প্রাধান্য দিয়েই এ সিনেমার গল্প। ভারতীয় সমাজে ট্যাবু হয়ে থাকা যৌনতা আর কুসংস্কারকে দূর করতে সঠিক যৌনশিক্ষাই সমাধান বলে মনে করেন রাকুল। কারণ তিনি খুব কাছ থেকে দেখেছেন যৌনতা সম্পর্কে অজ্ঞতা মানুষকে কত বড় বিপদের মুখে ঠেলে দেয়। এই সিনেমার সূত্র ধরে যৌনতাকে ঘিরে নিজের ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই নায়িকা।

যৌনতা সম্পর্কে কৈশোরে কিছুই জানতেন না রাকুল। উল্টো অনেক ভুল ধারণা তিনি মনের মধ্যে পুষে রেখেছিলেন। এ বিষয়ে রাকুল বলেন, ছোটবেলায় আমিও ভাবতাম যে চুমু খেলেই মেয়েরা গর্ভবতী হয়ে যায়। আমার মনে আছে, স্কুলে আমার এক বান্ধবী ছিল। তারও আমার মতো ভুল ধারণা ছিল। তাই সে তার প্রেমিককে যখনই চুম্বন করত, তখনই গর্ভনিরোধক খেত, যাতে অন্তঃসত্ত্বা না হয়ে পড়ে। এই পর্ব দীর্ঘ সময় ধরে চলেছিল। গর্ভনিরোধক ট্যাবলেট খেতে খেতে একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেটা এতটাই গুরুতর যে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়।

তিনি বলেন, তাই আমি স্কুল ও বাড়ির সবাইকে বলতে চাই যে সঠিক বয়সে যৌনশিক্ষা দিন। যৌনতা ঘিরে সঠিক জ্ঞানের প্রয়োজন। আর তাহলে আমার বান্ধবীর মতো ভুল পথে চালিত হওয়া থেকে বাঁচবে।

পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে ছত্রীওয়ালি সিনেমাটি দেখতে দর্শকের প্রতি আবেদন করেছেন রাকুল।

তেজাস দেওস্কর পরিচালিত সিনেমাটিতে রাকুল ছাড়া অভিনয় করেছেন সুমিত বিয়াস ও সতীশ কৌশিক। এটি ছাড়া চলতি বছর রাকুলের আরও চারটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে আছে কমল হাসানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা ইন্ডিয়ান টু’ও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App