×

সারাদেশ

মেহেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো স্কুল শিক্ষিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

মেহেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো স্কুল শিক্ষিকার

নিহত শামীমা খাতুন। ছবি: ভোরের কাগজ

মেহেরপুরের গাংনীতে প্রশিক্ষণে যাওয়ার পথে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে শামীমা খাতুন (৫৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা খাতুন করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসহাক আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীমা খাতুন তার স্বামী ফিরোজ আহমেদের মোটরসাইকেলে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পশ্চিম মালসাদহ ব্রিজ এলাকায় পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় শামীমা রাস্তার উপর পড়ে গিয়ে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সংবাদ পেয়ে তার নেতৃত্বে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। সেই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি পালিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App