×

জাতীয়

মাদক পাঁচারকারীদের নতুন তালিকার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম

মিয়ানমার সীমান্তে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের মধ্যে সন্ত্রাস ও মাদক ব্যবসায় যারা জড়িত ও বাংলাদেশে যাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও নতুন করে মাদক পাচারকারীদের তালিকা তৈরি না হলে কক্সবাজার এলাকা অশান্ত হয়ে উঠবে বলেও আশঙ্কা করেন তিনি।

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পীর ফজলুর রহমান এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পীর ফজলুর রহমান বলেন, মাদক ব্যবসায়িরা আত্ম সমর্পনের পরে টেকনাফ সীমান্ত দিয়ে ভয়াবহ মাদকের প্রবেশ তিন গুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। এই যে রোহিঙ্গারা বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী যাদের মানবিকতা দেখিয়ে এই বাংলাদেশে যাদের আশ্রয় দিয়েছিলেন। তারা ৩৪টি ক্যাম্পে থাকে, সেই ৩৪টি ক্যাম্পের মধ্যে ১৯টি ক্যম্পে আমাদের এবিবিএনের পুলিশ ফাঁড়ি আছে, বাকীগুলোতে কোনো পুলিশ ফাঁরি নেই। এই রোহিঙ্গারা অনেক জায়গাতে কাঁটা তারের বেড়া কেটে এখন থেকে বের হন ও তার চাইতেও ভয়াবহ হচ্ছে আমাদের তমরু সীমান্ত এলাকার কোনাপাড়া একটা জায়গা আছে সেটা নো ম্যানস ল্যান্ডের মধ্যে পড়েছে। সেখানে কয়েক শ’ ঘরবাড়ি স্থাপন করে রোহিঙ্গাদের মধ্যে কয়েকটি সশন্ত্র সন্ত্রাসী গ্রুপ সেখানে থাকে এবং তারাও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তারা ওইখান থেকে মাদক নিয়ে আসে ও নো ম্যাসস ল্যান্ডের মধ্যে হওয়ায় কোনাপাড়ায় আমাদের কোনো আইন-শৃঙ্খলা বাহিনি অভিযান চালাতে পারে না। তারা ওইখান থেকেই মাদকটা নিয়ে আসে। আমার প্রশ্ন হচেছ এরা যারা কোনাপাড়াতে আশ্রয় নিয়ে সেখান থেকে মাদক নিয়ে আসছে, মিয়ানমান থেকে মাদক নিয়ে আসছে, এই সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ে আসছে, সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পাচ্ছে, ১৩৩টির ওপরে খুনের ঘটনা ঘটেছে রোহিঙ্গা ক্যাম্পে। কিন্তু এরা যারা রোহিঙ্গারা এই মাদক নিয়ে আসছে, তারা নিয়ে এসে নিশ্চয়ই আমাদের এই টেকনাফ বা এই অঞ্চলে আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কিত না হয়ে এই মাদকের ব্যবসা কখনোই করা সম্ভব না। এই মাদকের মধ্যে ভয়াবহ মাদক ইয়াবা তো আছেই নতুন করে আইচও আসছে।

এই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি আরো বলেন, একটা পরিবারের একটা সন্তান যদি কোনো কারণে মাদকাসক্ত হয়ে যায় সেই পরিবারের সারা জীবনের হাসি মিলিয়ে যায়। কিন্তু এই আমাদের তিন গুণ মাদক বৃদ্ধি পেলো, আগের তালিকার পরে এখন তো নতুন করে তালিকা করা দরকার আমাদের কারা এই মাদক ব্যবসার সঙ্গে টেকনাফ এলাকায়, কক্সবাজারে জড়িত আছে নতুন করে তালিকা করে যদি এদের বিরুদ্ধে অ্যাকশনে না যাওয়া যায় তাহলে আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎ অন্ধকার। এই যে, কোনাপড়ায় যারা আশ্রয় নিয়েছে নো ম্যানস ল্যান্ডের সন্ত্রাসী গ্রুপ রোহিঙ্গাদের, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়া যায় তাহলে এই সন্ত্রাসী গ্রুপের দ্বারা এই এলাকা আশান্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App