×

অর্থনীতি

নতুন নির্বাহী কমিটি ঘোষণা করলো বিএলএফসিএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৫:০২ পিএম

নতুন নির্বাহী কমিটি ঘোষণা করলো বিএলএফসিএ
নতুন নির্বাহী কমিটি ঘোষণা করলো বিএলএফসিএ

বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান কায়সার হামিদ ও কান্তি কুমার সাহা। ছবি: ভোরের কাগজ

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) আগামী দুই বছরের মেয়াদে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেছে।

নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। সদ্যবিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন তিনি।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) কান্তি কুমার সাহা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- নাসিমুল বাতেন (ডিবিএইচ ফাইন্যান্স), এম জামাল উদ্দিন (আইডিএলসি ফাইন্যান্স), খাজা শাহরিয়ার (লংকা- বাংলা ফাইন্যান্স), মোহাম্মদ মোশারফ হোসেন (ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট), কাজী নিজাম আহমেদ (মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট), সাইফুদ্দিন এম নাসের (ন্যাশনাল ফাইন্যান্স), ইরতেজা আহমেদ খান (স্ট্র্যাটেজিক ফাইন্যান্সঅ্যান্ড ইনভেস্টমেন্ট) ও সৈয়দ মিনহাজ আহমেদ (উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট)।

নতুন নির্বাহী কমিটি আর্থিক প্রতিষ্ঠান খাতের সক্ষমতা বৃদ্ধিসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App