×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় গমের বাম্পার ফলন, বিশ্ববাজারে দাম কমার আশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

এবারের রোপণ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় অস্ট্রেলিয়ায় গমের বাম্পার ফলন হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমার আশা করছেন বিশ্লেষকরা। এদিকে, বৈরী আবহাওয়া ও যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি বছর ইউক্রেন থেকে গমের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস অ্যান্ড সায়েন্সের (এবিএআরইএস) প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশটিতে ৩ কোটি ৬৬ লাখ টন গম উৎপাদন হতে পারে। অর্থাৎ ২০২১-২২ মৌসুমের তুলনায় তিন লাখ টন বেশি উৎপাদনের আশা করছে সংস্থাটি। ওই মৌসুমে উৎপাদন হয়েছিল ৩ কোটি ৬৩ লাখ টন। খবর নিক্কেই এশিয়ার।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ায় উৎপাদিত গমে বিশ্ববাজারে চাহিদা অনেকখানি মিটবে। এ কারণে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমিয়ে রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। চলতি মৌসুমে অস্ট্রেলিয়ায় এক কোটি ৩০ লাখ হেক্টর জমিতে গমের চাষ করা হয়েছে।

এখান থেকেই অনুমান করা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় এবার রেকর্ড পরিমাণ গমের উৎপাদন হতে পারে। দেশটিতে রোপণ মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাম্পার ফলন হয়েছে। তবে উদ্বেগের বিষয় ফসল কাটার সময় ভারী বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পরিবর্তন করেনি। ফলে গমের গুণগত মান কিছুটা কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App