প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ , ৮:৩০ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২৩, ২০২৩ , ৮:৩১ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
দ্বীপ জেলা ভোলায় রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন কূপে গ্যাস পাওয়া গেছে। নর্থ-২ নামের এই কূপের আগে ভোলা নর্থ-১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া গিয়েছিল।
জানা গেছে, বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।
এদিকে, চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।