×

সারাদেশ

সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:১০ পিএম

সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের প্রায় ৭৮ বিঘা জমি দখলের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

রবিবার (২২ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও চন্ডিপুর জনসংগঠনের উদ্যোগে চন্ডিপুর ইউনিয়নের সূর্য্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ’র) সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন-গনেষ চন্দ্র রায়, প্রশান্ত কুমার রায়, অনন্ত কুমার রায় ও ইতি রানী রায়সহ অনেকে। মানববন্ধনে এ ঘটনায় ভুক্তভোগী দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক ও কবলাসহ বিভিন্ন সূত্রে এসব জমি ভোগ দখল করে আসছিলেন তারা। কিছুদিন আগে এসব জমি দখলে নেয়ার চেষ্টা করে দিনাজপুরের প্রভাবশালী একটি মহল। এতে বাধা দিতে গিয়ে ওই চক্রের হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন জমির মালিকেরা। সেই মামলার হাজিরা দিতে গিয়েও তাদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App