×

আন্তর্জাতিক

‘মেশিনগান হাতে সন্দেহজনক ঘুরছিলেন এক ব্যক্তি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

‘মেশিনগান হাতে সন্দেহজনক ঘুরছিলেন এক ব্যক্তি’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস শহরের কাছাকাছি মনটেরে পার্কে বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন।

রেস্তোরাঁয় আশ্রয় নেয়া লোকজন জানিয়েছেন, মনটেরে পার্কে চীনা নববর্ষ উদযাপনের প্রাক্কালে এক ব্যক্তিকে ‘সন্দেহজনক ঘোরাঘুরি’ করতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে কাছাকাছি দূরত্বে অবস্থিত এক রেস্তোরাঁর মালিকের বরাত দিয়ে স্থানীয় দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, রেস্তোরাঁয় আশ্রয় নেয়া লোকজনই ওই মালিককে বিষয়টি জানিয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় বন্দুকধারীর উদ্দেশ্য বুঝতে পারেনি পুলিশ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ বিভাগ জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় রাতে বলরুমে নাচের একটি অনুষ্ঠানস্থলে ঘটে এ ঘটনা। সন্দেহভাজন বন্দুকধারী পালিয়ে গেছেন।

আরো পড়ুন: লস অ্যাঞ্জেলেসের কাছে গুলিবর্ষণ, হতাহতের শঙ্কা

প্রসঙ্গত, বন্দুক হামলার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App