×

আন্তর্জাতিক

ভারতে দুবছর ধরে যুক্তরাষ্ট্রের কোন স্থায়ী রাষ্ট্রদূত নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

ভারতে দুবছর ধরে যুক্তরাষ্ট্রের কোন স্থায়ী রাষ্ট্রদূত নেই

ছীব: সংগৃহীত

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শক্তি-বিন্যাসের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে রেষারেষির সম্পর্ক, আবার চীন-ভারত সীমান্তে যে উত্তেজনা সবসময়েই বজায় থাকে, সেই প্রেক্ষাপটে দিল্লিকে কাছে পেতে চাইবে ওয়াশিংটন, সেটাই স্বাভাবিক। খবর বিবিসির

কিন্তু ২০২১ সালের জানুয়ারি মাস থেকে দিল্লিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কোনও স্থায়ী রাষ্ট্রদূত নেই । জো বাইডেনের প্রশাসন এই দুবছরে ছয়জন কূটনীতিককে অস্থায়ী ভাবে দায়িত্ব দিয়েছে ভারতের দূতাবাস সামলানোর, কিন্তু পূর্ণ সময়ের রাষ্ট্রদূত নিয়োগ করেনি।

এনিয়ে চলছে নানারকম গুঞ্জন। তবে ভারতে রাষ্ট্রদূত পাঠানোর কোনও উদ্যোগই যে বাইডেন প্রশাসন নেয় নি, তা নয়। তারা লস অ্যাঞ্জেলসের প্রাক্তন মেয়র এরিক গার্সেটিকে বেছেছিল দিল্লিতে নতুন রাষ্ট্রদূত হিসাবে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে মি. গার্সেটি তার এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের যথাযথ ব্যবস্থা নেননি। তারপরেই সেনেটে এরিক গার্সেটির মনোনয়ন নিয়ে ভোটাভুটির প্রক্রিয়া থমকে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App