×

জাতীয়

বৈশ্বিক সংকটে চাপা রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ এএম

বৈশ্বিক সংকটে চাপা রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন

ছবি: সংগৃহীত

বৈশ্বিক রাজনীতির জটিল প্রেক্ষাপটে চাপা পড়ে গেছে রোহিঙ্গা ইস্যু। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধের ফলে দেশে দেশে অর্থনৈতিক সংকট, পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের লড়াইসহ নানা বিষয়ের আড়ালে তলিয়ে গেছে মিয়ারমার থেকে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়টি। দেশে-বিদেশে কোথাও এ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে না। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে অভিযান শুরু করার কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসে। ২০১৭ সালের ঘটনার আগেও বাংলাদেশ আরো ৪ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল।

সংশ্লিষ্টরা বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মাত্র কয়েক মাস পর প্রথমধাপে বেশ কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিও করে, কিন্তু প্রত্যাবাসন এখনো শুরু হয়নি। ২০১৯ সালে দুই দফা প্রত্যাবাসন আলোচনা শুরু হয়েছিল, কিন্তু রোহিঙ্গারা রাখাইন রাজ্যের পরিবেশ সম্পর্কে উদ্বেগের কথা জানিয়ে ফিরে যেতে অস্বীকার করেছিল। তারা যাতে নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে দেশে ফিরতে পারে সে ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয় সব মহল থেকেই।

এর আগে, বাংলাদেশ ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে ৮ লাখ ৩৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে। এর মধ্যে মিয়ানমার শুধুমাত্র ৪২ হাজার রোহিঙ্গার নাম যাচাই করে তাদের ফেরত পাঠিয়েছে। তবে তালিকাটি পারিবারিকভাবে হওয়ার কথা থাকলেও মিয়ানমারের পক্ষ থেকে ফেরত পাঠানো তালিকা সম্পূর্ণ নয়। এ কারণেই প্রায়ই বলা হয়- রোহিঙ্গা ইস্যু একটি দীর্ঘস্থায়ী সংকট, যার মূলে রয়েছে মিয়ানমার। কাজেই নেপিডোর সহযোগিতা ছাড়া সংকটের সমাধান কল্পনার বাইরে।

জানতে চাইলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজ্জা গতকাল ভোরের কাগজকে বলেন, প্রত্যাবাসন নিয়ে নতুন কোনো আপডেট নেই। আমরা মিয়ানমারের কাছে যে তালিকা পাঠিয়েছিলাম সেই পর্যন্তই বিষয়টি থেমে আছে। আরো কোনো তথ্য জানতে চাইলে উপর মহলে যোগাযোগ করতে হবে।

রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ‘বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা : অগ্রাধিকারমূলক সমস্যা এবং উদ্বেগ’- শীর্ষক সিনিয়র পর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গা ও আশ্রয়দাতা স¤প্রদায়ের নিরাপত্তা ও নিরাপত্তার সমস্যা মোকাবিলা করা আইন প্রয়োগকারী সংস্থার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ এবং এ ক্ষেত্রে তাদের ভূমিকা খর্ব করা যাবে না। শনিবার প্রতিমন্ত্রী ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, সরকার রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় প্রচেষ্টার সমন্বয় করেছে। প্রতিমন্ত্রী বলেন, সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা ইস্যুকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে।

সংশ্লিষ্টরা বলেছেন, এরকম পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘বার্মা অ্যাক্ট’ নামে একটি আইন পাস করে। রোহিঙ্গা শরণার্থী সংকট দীর্ঘস্থায়ী পরিস্থিতির মুখোমুখি হওয়ার পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর এটি এসেছে। এর ফলে প্রশ্ন উঠেছে, এই আইনটি কি রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে একটি উপযুক্ত অনুষঙ্গী হবে? ওই অ্যাক্টে রোহিঙ্গা শরণার্থী সংকটকে শুধু সামরিক শাসনের দায় হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শরণার্থী জনগণকে মানবিক সহায়তা দানের প্রতিশ্রæতি দেয়া হয়েছে। কিন্তু উদ্বেগজনকভাবে উদ্বাস্তু জনগণকে সহায়তা করার জন্য আর্থিক বোঝা একটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে; যেখানে বাংলাদেশ এই লোকদের সমর্থন করার জন্য ক্রমবর্ধমান আর্থিক বোঝা টানছে। সবমিলিয়ে এই বার্মা অ্যাক্ট মানবিক কারণে সমর্থন করা রোহিঙ্গা জনগণকে তাদের ন্যায়বিচার অর্জনে সহায়তা করবে না বা বাংলাদেশের চাপ কমাতে পারবে না।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন ভোরের কাগজকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কথা বলে, আইন পাস করে, মানবাধিকার নিয়ে বলে। কিন্তু রোহিঙ্গাদের কী হবে, তারা কীভাবে ফিরে যাবে, তাদের মানবাধিকারের কী হবে- সে নিয়ে কোনো কথা বলছে না। এ তাদের দ্বিচারিতা।

সংশ্লিষ্টরা বলেছেন, অনেক দেশের সমর্থনে বাংলাদেশ প্রতিটি আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরেছে। কিন্তু মিয়ানমার আন্তর্জাতিক আইন ও রীতিনীতির ব্যাপারে উদাসীন। এর পেছনে কিছু শক্তি ও স্বার্থান্বেষী মহল থাকতে পারে। এটা স্পষ্ট যে, এখন পর্যন্ত অগ্রগতি দেখে দ্বিপক্ষীয় প্রক্রিয়া কাজ করছে না।

উল্লেখ্য, গত মাসে চীনের সাবেক রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, আগের চুক্তি অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নেবে। অপরদিকে ঢাকা ছেড়ে যাওয়ার আগে এক অনুষ্ঠানে ঢাকায় চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, রোহিঙ্গা ইস্যুতে বেইজিংয়ের পাঠানো বার্তার জবাব দিয়েছে মিয়ানমার।

এ সময় তিনি বলেন, জাপান, ভারত, সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও শুধু চীন ইতিবাচক ভূমিকা পালন করেছে। সীমান্ত স্থিতিশীল করার জন্য বেইজিংয়ের আহ্বানে নেপিডোও সাড়া দিয়েছে।

তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য ২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে নেপিডোতে চীনের মধ্যস্থতায় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি বর্তমানে স্থগিত রয়েছে। এরকম পরিস্থিতিতে তুমব্রু সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় শিবির হয়েছে।

তুমব্রুতে রোহিঙ্গাদের নতুন আশ্রয় শিবির! : ২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযানের সময় ঘরবাড়ি হারিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে শূন্যরেখায় আশ্রয় নিয়েছিলেন ৪ হাজারেরও বেশি রোহিঙ্গা। পাঁচ বছর ধরে সেখানেই বসবাস করে আসছিলেন তারা। কিন্তু গত বৃহস্পতিবার গোলাগুলি ও আগুনের ঘটনায় শেষ আশ্রয় হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন এই মানুষ। সবকিছু হারিয়ে শূন্যরেখার কাছাকাছি তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এর আশপাশে ঠাঁই নিয়েছে কয়েকশ রোহিঙ্গা পরিবার।

শূন্যরেখা শিবিরে আগুনে ঘর হারিয়ে পরিবার নিয়ে তুমব্রু বাজারে আশ্রয় খুঁজতে আসা আবু নাসের নামে এক রোহিঙ্গা বলেন, শূন্যরেখা রোহিঙ্গা শিবিরে বসবাসকারীদের মধ্য আমিও ছিলাম। কিন্তু আগুন দিয়ে আমাদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা নিরীহ মানুষ, কোনো পক্ষের না। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, গায়ের পরনের জামা ছাড়া কিছু বের করতে পারেনি। আমার স্ত্রীও অসুস্থ, পরিবার নিয়ে আশ্রয় নিতে একটি জায়গা খুঁজছি। এর আগের দিন স্থানীয় এক হিন্দু পরিবারের কাছে একদিন আশ্রয় নিয়েছিলাম।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে নতুন করে তুমব্রু সীমান্তে মিয়ানমার অংশে সে দেশের সেনাবাহিনী এবং স্বাধীনতাকামী বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে প্রায় দুই সপ্তাহব্যাপী সংঘর্ষ চলে। ওই সংঘর্ষে মিয়ানমার অংশ থেকে মর্টার শেল তুমব্রু সীমান্তে বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়ে। সেসময় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কয়েক দফা প্রতিবাদ জানায় বাংলাদেশ। সীমান্তের এপারে বাংলাদেশের ভূখণ্ডে মর্টারশেল পড়ায় মিয়ানমারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। তারা জানায়, ভুলবশত মর্টারশেল বাংলাদেশ ভূখণ্ডে এসে পড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App