চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গোমস্তাপুর-রহনপুর সড়কের গোমস্তাপুর ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড় ইসলামপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, মৃত ব্যক্তি রহনপুর থেকে মোটরসাইকেল নিয়ে তার নিজ বাড়ি যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বাসের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল রিপোর্ট শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।