তামাক নিয়ন্ত্রণে আইন হচ্ছে

আগের সংবাদ

দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন

পরের সংবাদ

বেতন-ভাতা বন্ধ

কাপ্তাই রেশম গবেষণা কেন্দ্র শ্রমিকদের কর্ম বিরতি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২২, ২০২৩ , ৫:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ রেশম গবেষণা কেন্দ্র কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ৭ মাসের বকেয়া বেতন-ভাতার টাকা পাওয়ার দাবিতে শ্রমিক কর্মচারীরা কর্ম বিরতি পালন করেছে।

রবিবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই-চট্টগ্রাম প্রধান সড়ক সংলগ্ন কাপ্তাই চন্দ্রঘোনা আঞ্চলিক রেশন গবেষণা কেন্দ্র দপ্তর সম্মুখে রাজশাহী প্রশিক্ষণ ইন্সটিটিউট শ্রমিকদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়।

এ সময় শ্রমিকরা তাদের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

অপরদিকে কাপ্তাই রেশন গবেষণা কেন্দ্রের কর্মকর্তা শ্রী বাবুল চন্দ্র আন্দোলনের সত্যতা স্বীকার করে সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ রেশন গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট রাজশাহীর আওতাধীন আঞ্চলিক রেশম গবেষণা কেন্দ্র রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে সর্বমোট ২৩ জন দৈনিক ভিত্তিক শ্রমিক কর্মরত রয়েছেন, এযাবৎকালে শ্রমিকদের বেতন প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয়েছে। বর্তমানে নতুন প্রকল্প অনুমোদন না হওয়ায় জুলাই ২০২২ থেকে আজ পর্যন্ত বেতন প্রদান করা সম্ভব হয়নি। নতুন প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে, প্রকল্প অনুমোদন হলে শ্রমিকদের বেতনা চালু করা সম্ভব হবে, পাশাপাশি আগামী জুলাই ২০২৩ থেকে রাজস্ব বাজেটের আওতায় বেতনাদি হওয়ার কাজটি প্রক্রিয়াধীন রয়েছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়