×

খেলা

মার্তিনেজের আচরণ শিশুসুলভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১১:০৬ এএম

মার্তিনেজের আচরণ শিশুসুলভ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে অন্যতম ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত সেভ করেছেন তিনি। পাশাপাশি কাতার বিশ্বকাপে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিশেষ করে ফাইনাল ম্যাচ জয়ের পরই গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আর্জেন্টিনায় ফিরে কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে তীব্র সমালোচিত হন তিনি। তার সেই সব আচরণ নিয়ে এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার দলের হেড কোচ লিওনেল স্কালোনি তার বক্তব্যে প্রশংসায় ভাসিয়েছেন মার্তিনেজকে। তার মতে, মার্তিনেজ আমুদে প্রকৃতির। তার মনটা খুব ভালো।

স্কালোনি বলেন, ‘মার্তিনেজের আচরণে হয়তো অনেকেই খুশি হবেন না। কিন্তু ও অনেক দুর্দান্ত ছেলে অনেকটা বাচ্চাদের মতো। ও কতটা ভালো ছেলে, সেটা জানলে অবিশ্বাস্য মনে হতে পারে। ওকে ভালো করে চেনা দরকার।’

একটি সাক্ষাৎকারে কোচ আরও বলেন, ‘মার্টিনেজ এমন একটা আবিষ্কার, যেটা আমাদের প্রচুর আনন্দ দিয়েছে। ওর আলাদা ব্যক্তিত্ব রয়েছে। সেই ব্যক্তিত্বও আমাদের অনেক কিছু দিয়েছে। যদিও ওর দৃষ্টিভঙ্গি একদম বাচ্চাদের মতো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App