×

আন্তর্জাতিক

ইউক্রেনকে বড়সড় হামলা বন্ধ রাখার পরামর্শ যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১০:২৯ পিএম

ইউক্রেনকে মার্কিন অস্ত্রের সর্বশেষ সরবরাহ ও প্রশিক্ষণ না দেয়া পর্যন্ত রুশ বাহিনীর বিরুদ্ধে বড়সড় হামলা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) বাইডেন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সের প্রতিবেদককে বিষয়টি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ট্যাঙ্ক নিয়ে জার্মানির সঙ্গে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনে আব্রামস ট্যাঙ্ক সরবরাহ না করার সিদ্ধান্তে অটল।

অন্য কর্মকর্তারা জানান, যে কোনো পাল্টা আক্রমণে জন্য ইউক্রেনীয়রা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক অস্ত্রে প্রথমে প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে।

এদিকে, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য একটি নতুন আড়াই বিলিয়ন অস্ত্র অনুমোদন দিয়েছেন। হোয়াইট হাউসে ইউক্রেনে পোল্যান্ডের জার্মান-নির্মিত লিওপার্ড ট্যাঙ্ক পাঠানোর অভিপ্রায়কে সমর্থন করেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইউক্রেন তাদের প্রয়োজনীয় সব সহায়তা পাবে’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App