আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া আগামী কয়েক দিন তাপমাত্রা না কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।
তিনি জানান, আগামী কিছুদিন তাপমাত্রা না কমার সম্ভাবনা রয়েছে। হয়তো কিছুদিন তাপমাত্রা বাড়বে, আবার কয়েক দিন অপরিবর্তিত থাকবে। কিন্তু না কমার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।