সাকিব কেন বিশ্বসেরা!

আগের সংবাদ

আইনজীবীদের কথায় বিচারক বদলি হবে না

পরের সংবাদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ , ১২:১১ অপরাহ্ণ আপডেট: জানুয়ারি ২১, ২০২৩ , ১:৪২ অপরাহ্ণ

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

মৃদু শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাস ও তীব্র শীতে অনেক দরিদ্র ও নিম্ন আয়ের লোকজন সকালে বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন তারা। বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ।

কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে পঞ্চগড় জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। রাস্তার পাশে খরকুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চারদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়