×

আন্তর্জাতিক

১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা গুগলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১১:৩৭ পিএম

মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের এবার গুগলও সেই পদাঙ্ক নিয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটি। খবর এনডিটিভি, রয়টার্সের।

জানা গেছে, কোম্পানির প্রায় ছয় শতাংশ কর্মী করেছে অ্যালফাবেট।

এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানায়, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মটির একাধিক কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের পুরো দায়ভার আমার’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App