×

আন্তর্জাতিক

‘ভুয়া’ খবর ঠেকাতে মোদি সরকারের উদ্যোগে উদ্বেগ ইজিআই-এর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৩:০৭ পিএম

‘ভুয়া’ খবর ঠেকাতে মোদি সরকারের উদ্যোগে উদ্বেগ ইজিআই-এর

ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকার সামাজিক মাধ্যমে ‘ভুয়া’ খবর ঠেকাতে এব বিশেষ উদ্যোগ নিয়েছে। তবে এ উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড অব ইন্ডিয়া (ইজিআই)। গত বুধবার এক বিবৃতিতে ইজিআই এই উদ্বেগ জানায়।

সামাজিক মাধ্যমে ‘ভুয়া’ খবর ঠেকানোর লক্ষ্যে ‘তথ্যপ্রযুক্তি বিধি ২০২১’-এ সংশোধনী প্রস্তাব এনেছে দেশটির কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও আইটি মন্ত্রণালয়।

১৭ জানুয়ারি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া সংশোধনী প্রকাশ করা হয়েছে। খসড়া সংশোধনী অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় সরকার যেসব তথ্য বা খবর ‘ভুয়া’ বলে চিহ্নিত করবে, তা কোনো সামাজিক মাধ্যম প্রকাশ-প্রচার করতে পারবে না।

‘তথ্যপ্রযুক্তি বিধি ২০২১’-এর এই খসড়া সংশোধনী প্রস্তাব বাতিল করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইজিআই। তারা বলেছে, এই প্রস্তাব গণমাধ্যম সেন্সরশিপের মতোই হবে।

ইজিআই বলেছে, ভুয়া খবর নির্ণয়ের বিষয়টি শুধু সরকারের হাতে থাকতে পারে না।

খসড়া সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) বা সরকারের অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত বিভাগ কোনো তথ্যকে ‘ভুয়া’ বা ‘অসত্য’ চিহ্নিত করলে কোনো সামাজিক মাধ্যম বা অনলাইন মাধ্যমে তা প্রকাশ বা প্রচার করা যাবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে এই জাতীয় তথ্য হোস্ট, প্রদর্শন, আপলোড, সংশোধন, প্রকাশ, প্রেরণ, সংরক্ষণ, আপডেট বা শেয়ার না করা নিশ্চিত করতে যুক্তিসংগত প্রচেষ্টা নিতে হবে।

ডিজিটাল মিডিয়ার নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে অংশীজনদের সঙ্গে অর্থপূর্ণ পরামর্শ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইজিআই।

ভারতের কেন্দ্রীয় সরকার ২৪ জানুয়ারি খসড়া সংশোধনীটি নিয়ে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা করবে। ২৫ জানুয়ারি পর্যন্ত অংশীজন ও সাধারণ জনগণ এ বিষয়ে মতামত দিতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App