×

সারাদেশ

ফকিরের বেশ ধরেও শেষ রক্ষা হলো না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ১০:২৪ এএম

ফকিরের বেশ ধরেও শেষ রক্ষা হলো না

ছবি: সংগৃহীত

১৯ বছর আগে নিজের মাকে হত্যা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিপু সরকারের (৩৫) তিন বছর ফকিরের বেশ ধরে মাজারে থেকেও শেষ রক্ষা হলো না। হবিগঞ্জের মাধবপুর থানার বিশেষ অভিযানে ধরা পড়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ বাঘাসুরা ফতেহগাজি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। দিপু মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন গোস্বামীর ছেলে।

২০০৪ সালে ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর এলাকায় নিজের মা রওশন বালা সরকারকে হত্যা করে দীর্ঘদিন ধরে ফকিরের ছদ্মবেশ ধারণ করে মাজারে পলাতক ছিলেন দিপু সরকার। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত দিপু সরকারকে যাবজ্জীবন সাজা দেয়। এরপর থেকেই দিপু সরকার ফকির সেজে বিভিন্ন মাজার ও আখড়ায় পালিয়ে থাকতে শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App